Pages

Friday, May 17, 2019

ওশো কমিউনের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে মেডিটেশন ওয়ার্কশপ

আজকাল প্রতিদিনের স্ট্রেস বা মানসিক চাপ আমাদের জীবনকে করে তুলছে দুর্বিসহ। আর এই দুর্বিসহ জীবনে শান্তির দিশা দিতে আগামী ১৮ই মে ২০১৯ (শনিবার) বুদ্ধপূর্ণিমার দিনে ওশো কমিউন কলকাতার পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে ৩ঘন্টার মেডিটেশন ওয়ার্কশপ (যোগাসন শিবির)। যেখানে থাকছে ধর্মসঙ্গীত, গৌতম বুদ্ধের চিরন্তন বাণী প্রচার।এছাড়াও  স্বামী অন্তর হিমালয় শেখাবেন  মেডিটেশনের মাধ্যমে জীবনে শান্তির দিশা। কলকাতায় অবস্থিত বিড়লা প্ল্যানেটরিয়ামে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই যোগাসন শিবির। যেখানে থাকছেন এই অনুষ্ঠানের প্রধান উদ্যোগদাতা শ্রী বিজয় গুপ্তা সহ বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিরা।এই অনুষ্ঠানে সকলের জন্য থাকছে অবাধ প্রবেশাধিকার।      
-মহুয়া চক্রবর্তী, Hello Kolkata

No comments:

Post a Comment