Pages

Sunday, May 26, 2019

হুগলি লোকসভা কেন্দ্রের জয়ের মূল কান্ডারী


ভারতীয় জনতা পার্টির অনুগত এবং দক্ষ কর্মী বলে পরিচিত মুখ কিশোর কর, দল তাঁকে হুগলি লোকসভা কেন্দ্রের অব্জার্ভার করে পাঠিয়ে ছিল। এর আগে ২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিস্তারকের ভুমিকায় পালন করেছিলেন। 

আর সেই অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে হুগলি তে বাজিমাৎ করলেন। 
শাসক দলের রক্তচক্ষুকে তুঁড়ি মেরে উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে আনেন। তাঁর বুদ্ধিদীপ্ত রনকৌশল কে কুর্নিশ জানিয়েছেন রাজ্য বিজপি সভাপতি  দীলিপ ঘোষ থেকে বিজয়ী প্রার্থীকে লকেট চ্যার্টাজী।এছাড়াও তাঁর অভাবনীয়  জনসংযোগ 
আগামী দিনে রাজ্যের সাংগঠনিক দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল।      -Sumit Majumder, Hello Kolkata

No comments:

Post a Comment