হুগলী জেলার হরিপাল থানার অন্তর্গত নৈটি গ্রামের 'আওয়ার অবলম্বন' স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও আয়োজনে হরিপালের রূপকার বিধায়ক শ্রী বেচারাম মান্নার প্রেরণায়, মোস্তাফা ইসলামিক এডুকেয়ার ও মেহেবুব নূর সেফা ক্লিনিকের সহযোগিতায় রবিবার দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার জামালপুর ও পার্শ্ববর্তী গ্রামের
আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ হল।
পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে সংস্থার তরফ থেকে ঈদুজ্জোহার খাদ্যসামগ্রীও বিতরণ হয়।২০ জন প্রতিবন্ধীর হাতে খাদ্যসামগ্রী ছাড়াও শাড়ি,লুঙ্গিও দেওয়া হয়।
'আওয়ার অবলম্বন' সংস্থার তরফ থেকে এদিন খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মৌলানা সিবগাতুল্লাহ কাসমী, কাশেম শেখ,আসগার মল্লিক,আব্দুল জব্বার,সলিল সিংহ রায়,খোকন দাস,খোকা দাস প্রমুখ। -Hello Kolkata Network












No comments:
Post a Comment