BJMTU-র দিল্লীর কেন্দ্রীয় অফিসে পোস্টাল কর্মীদের নিয়ে স্টাফ অ্যাসোসি়য়েশন নাম ঘোষনা

১৫ই সেপ্টেম্বর দিল্লীর BJMTU-র দিল্লীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বৈদ্য দে, সাধারণ সম্পাদক জানালেন সারাদেশের ২২টি রাজ্যে পোস্ট অফিস আছে এদের নিয়ে একটি স্টাফ অ্যাসোসিয়েশন গঠন করা হলো। সরকারী নিয়ম অনুসারে পোস্টাল ইউনিয়ন করা যায়না। সেই কারণে এই নামকরণ করা হয়। এখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধন তালুকদার ন্যাশানাল ওয়ার্কিং প্রেসিডেন্ট, সর্বভারতীয় সভাপতি নীতিশ পাল, দিল্লীর রাজ্য সভাপতি অনিল তেওয়ারি, মাধবী বিশ্বাস রাজ্য ভাইস প্রেসিডেন্ট, ঋদ্ধিমান বসু রাজ্য ওয়ার্কিং প্রেসিডেন্ট। এই নাম করনে সকলের সহমত ছিলো। সর্বভারতীয় সভাপতি নীতিশ পাল বলেন শীঘ্রই দিল্লিতে একটি কমিটি গঠন করা হবে। -সত্যজিৎ চক্রবর্তী, Hello Kolkata
Share:

Related Posts:

No comments:

Post a Comment