বিএমজেইউটির দাবী মেনে ৫৭জন ক্যাজুয়াল শ্রমিকের বকেয়া টাকা মিটিয়ে দেবার প্রতিশ্রুতি দিলেন কমিশনার

    
 বিজেএমটিইউর সাধারন সম্পাদক বৈদ্য দে, সভাপতি রাকেশ সিং, কার্যকরী সভাপতি দীপ্তিমান বসু তারা কলকাতায় অবস্থিত কাস্টম হাউসে চীফ কমিশনার মিঃ আগরওয়ালের সঙ্গে দেখা করে বলেন আমাদের ইউনিয়নের ৫৭ জন কর্মীর দু মাসের পাওনা টাকা কেনো দেওয়া হলোনা। মিঃ আগরওয়াল বলেন আমি সঠিক জানিনা, তবে খোঁজ নিয়ে আপনাদের শ্রমিকের প্রাপ্য টাকা আমরা আগামী ২৮সে জানুয়ারীর মধ্যে দিয়ে দেব, ক্যাজুয়াল কর্মী হিসেবে। এটি আমাদের নৈতিক জয় বলে জানালেন, রাজ্যের সাধারণ সম্পাদক বৈদ্য দে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন এটা আর কিছুই নয় তোলা বাজি করে শ্রমিকদের কাছ থেকে কিছু কমিয়ে নেবার একটা চক্রান্ত.

    সঙ্গে ছিলেন সভাপতি রাকেশ সিং, দীপ্তিমান বসু ও উপস্থিত ইউনিয়নের কর্মকর্তারা।                          -Satyajit Chakraborty, Hello Kolkata Network

Share:

Related Posts:

No comments:

Post a Comment