মৃত্যুঞ্জয় সরদার : বর্দ্ধমান জেলায় এর আগে কোনো বাউল লোক শিল্পীর এমন কাজ কেউ দেখেন নি । শিল্পীর নিজের বড়ই অভাব দুবেলা সবসময় খাবার ও জোটে না । হাতে তার দেবার মত কিছুই নেই। কিন্তূ তার কাছে আছে অমূল্য সম্পদ তার কথা, গান, সুর আর প্রাপ্ততন রাষ্ট্রপতির প্রণব মুখোপাধ্যাযের দেওয়া একতারা ও কোলডুগি ।এই নিয়েই পথে পথে ঘুড়ে বর্ধমান শহর গ্রাম গঞ্জ এমনকি চলন্তট্রেনে ট্রেনে বাসে উঠে নবান্ন যাবার পথে পথে বাউল গানের মাধ্যমে অর্থ ভিক্ষা সাহায্য তুললেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী তিনি খাজা আনোয়ার বেড় পূর্ব বর্দ্ধমানের স্বপন দত্ত বাউল । পূর্ব বর্দ্ধমানের দিঘিরপুলের কিডনি অসুস্থ জিতেন্দ্র নাথ ভট্টাচার্য র চিকিৎসার জন্য তার বৃদ্ধা মা সন্ধ্যা ভট্টাচার্যর হাতে 25000 টাকা একাই অর্থ সাহায্য তুলে নিজে হাতে তুলে দিলেন স্বপন বাউল সঙ্গে বর্দ্ধমান থানার IC কে প্রধান অতিথি হিসাবে সঙ্গে পেয়েছেন। উক্ত অনুষ্ঠানে IC পিন্টু সাহা, আইনজীবী কমল বাবু ও সাংবাদিক সহযোদ্ধার সোমনাথ, সমরজিৎ ছাড়াও বহু বিশিষ্ঠ বাক্তিত গুণীজন ও সাংবাদিক বৃন্দ অতিথি হয়ে উপস্থিত থেকে মানুষ মানুষের জন্য ওয়েল ফেয়ার সোসাইটি উদ্দ্যোগে শিশু উৎসবের শিশুদের জন্য বস্ত্র মিষ্টান্ন দানের মঞ্চে। মানুষ মানুষের জন্য সংস্থার সভাপতি পিন্টু সাহা স্বপন বাউলের ভিক্ষা করে মানুষের বাঁচানোর এই প্রচেষ্টা কে প্রসংসা করেন এবং সহযোদ্ধা গরুপের মাননীয়া প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় স্বপন বাউলকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন অসংখ্য রেল যাত্রীর মাঝে বর্ধমানে রেল স্টেশনে গান গেয়ে অর্থ সাহায্য তোলার সময় ।। বর্দ্ধমান বাসি মানুষ মানুষের জন্য সংস্থার পক্ষ থেকে বর্দ্ধমান থানার IC পিন্টু সাহার হাত দিয়ে সংবর্ধনা মানপত্র দেন স্বপন দত্ত বাউলকে। তার এমন মানিক মুখের পরিচয় পেয়ে যা বর্দ্ধমান বাসীর কাছে স্মৃতি হয়ে রইলো।
Home »
media reports
,
Social Welfare
,
Wellness
» পথে পথে বাউলগানে ভিক্ষা করে প্রাপ্ত 25000 টাকা দিলেন ছেলের চিকিৎসার জন্য অসহায় বৃদ্ধা মায়ের হাতে স্বপন বাউল
No comments:
Post a Comment