ভাবতা আল ইকরা মিশিনের সহযোগিতায় বৃত্তি পরীক্ষা

বেলডাঙা:  মুর্শিদাবাদের ভাবতায় ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশন, নিউজ সারাদিন এবং আর্থিক লিপির যৌথ উদ্যোগে স্কলারশিপ বা বৃত্তিমূলক পরীক্ষার আয়োজন  করেছিল ভাবতা আল ইকরা মিশন!  উপস্থিত ছিলেন পরীক্ষক হিসেবে অ্যাসোসিয়েশনের জাতীয়  সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, জাতীয় সাংগঠনিক সম্পাদক সমীর দাস ও।  জাতীয় সভাপতি বাসিরুল হক মহাশয়! এছাড়াও উপস্থিতি ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক ও পরীক্ষার পর্যবেক্ষক সবুর আলী! শিক্ষা জাতির মেরুদন্ড, আর শিক্ষা সামনে রেখে ছাত্র ছাত্রীদের মেধাবী করার উদ্দেশ্যে আজ এই পরীক্ষার। পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তিমূলক পরীক্ষার মাধ্যমে তারা যতটা মেধাবী হতে পারে, সেই উদ্দেশ্যে সারা ভারতবর্ষের ও রাজ্যে প্রথম এই ধরনের বৃত্তিমূলক পরীক্ষা স্কুলে গিয়ে শুরু করেছে অ্যাসোসিয়েশন ও অনলাইন মিডিয়া নিউজ সারাদিন। আগামীদিনে এই ধনের পরীক্ষা বিশেষ প্রয়োজন আছে,খুব নিয়ম শৃঙ্খলা মধ্যে পরীক্ষা হয়েছে।তবে ছাত্র ছাত্রীদের অভিভাবকরা বলেন,  প্রতি বছরে এই  ধরনে পরীক্ষা  নেওয়ার অনুরোধ প্রয়োজন আছে।
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti