বৃহস্পতিবার, ১৮ই জুন, ডানকুনির একটি দেশী মদের কারখানা বন্ধ হয়ে গেলো। ডানকুনি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আফজল চাঁদ জানালেন গতকাল (১৭/০৬/২০২০) হুগলি জেলাশাসকের নির্দেশে ডানকুনি আই এফ বি এগ্রো ইন্ডাস্ট্রি লিঃ দেশী মদের কারখানায় তৈরি হয় জয় ব্যান্ডের মদ তামা এবং মিথাইল এলকোহলের মেশানর প্রমাণ মেলে। এই কারন হিসাবে বন্ধ করা হয়।
গত ১২ ই জুন এই কারখানার তৈরি দেশী মদের নমুনা পরীক্ষা করেই ক্ষতিকারক রাসয়নিক প্রমাণ মিলেছে।
সূত্রের খবর তদন্ত সাপেক্ষে আপাতত কারখানাটি বন্ধ করা হলো, এখানে ১০০ জন শ্রমিক কাজ করে।
গত ১২ ই জুন এই কারখানার তৈরি দেশী মদের নমুনা পরীক্ষা করেই ক্ষতিকারক রাসয়নিক প্রমাণ মিলেছে।
সূত্রের খবর তদন্ত সাপেক্ষে আপাতত কারখানাটি বন্ধ করা হলো, এখানে ১০০ জন শ্রমিক কাজ করে।
-সত্যজিৎ চক্রবর্তী, Hello Kolkata
No comments:
Post a Comment