এ যেন সুপার ৩০-র আনন্দ কুমার।
শিক্ষার অধিকার ও দারিদ্রকে হার মানিকের সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচার অধিকার নিজে এ শহরে পথ চলা শুরু ইউনাইটেড লিবারাল ফাউন্ডেশনের।
কলকাতার ১৪৪টি ওয়ার্ডে নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিশুদের বিনামূল্যে শিক্ষা দান করবে সংস্থা। এখন শুধু ডাক্তারের ছেলে ডাক্তার বা ইঢ্জিনিয়ারের ছেলে ইঢ্জিনিয়ার হবে না। এখন একজন শ্রমিক, মজদুর, রিক্সাচালক, ভ্যানচালক, সবজি বিক্রেতার সন্তানও ডাক্তার, উকিল, আইপিএস হওয়ার স্বপ্ন দেখবে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করবে।
কলকাতার ২৯ নম্বর ওয়ার্ডে খুলছে প্রথম শাখা। সেখানে এলাকার দরিদ্র অসহায় পরিবারের শিক্ষার্থীদের সারা বছর বিনামূল্যে শিক্ষাদান করবেন সংস্থার সদস্যরা।
এরপর তা চালু হবে গোটা কলকাতা জুড়ে। নিরক্ষরতা দূরীকরণ এ সমাজের একশ্রেণীর অবহেলিত মানুষের জীবনে আশার আলো জ্বালিয়ে তোলাই অন্যতম উদ্দেশ্য।
সরফরাজ আহমেদ, মহম্মদ উকিল, জইদ মেহমুদের এহেন উদ্যোগকে তাই প্রশংসায় ভাসাচ্ছেন সকলে।
No comments:
Post a Comment