2000 TMC followers set to join BJMTU


১৮ই আগাস্ট, মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের দুজন ট্রেড ইউনিয়নের নেতা বিশ্বরূপ মুখোপাধ্যায় বর্ধমানের ও গোপাল দে পশ্চিম মেদিনীপুরের তৃণমূলে যোগদান করেছে।
     এই ব্যাপারে BJMTU-র সাধারন সম্পাদক বৈদ্য দের কাছে জানতে চাইলে এর সত্যতা কি সঠিক। তিনি বলেনদুজন সাধারণ শ্রমিক তাদের নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই জেনে রাখুন আমাদের মামুলি নেতাকে ওরা দলে নিয়েছে।   আর আমাদের ট্রেড ইউনিয়নে, ওনার মুখ্যমন্ত্রীর ভাইপোর এলাকা ডায়মন্ডহাবরা ২০০০ শ্রমিক আগামী ২৩সে আগস্ট BJMTU-তে যোগ দেবে বৈকাল ৩টার সময়, আমি পার্থবাবুকে বলছি ঐ দিন এসে দেখে যাবেন কিভাবে তারা আমাদের ইউনিয়নে ঝান্ডা হাতে নিচ্ছেন। 
   আজকাল অন্যান্য ট্রেড ইউনিয়ন গুলি যা হাল, চাল শ্রমিকরা খুবই চিন্তিত সে কারনে তারাও দলবদলের পথ বেছে নিতে  শুরু করেছে, বলেন  বৈদ্য দে।
-সত্যজিৎ চক্রবর্তী, Hello Kolkata
To feature your opinions, news release or creative composition, email - hellokolkata1@gmail.com Ph & Whtsp- 9339228087
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti