ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন তৈরি হয়েছে শ্রমিকদের পাশে থাকার কারণে

৮ই আগস্ট শনিবার, কোলকাতার পার্টি  অফিসে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক বৈদ্য দে জানান, আমাদের ট্রেড ইউনিয়নের কাজ হলো শ্রমিকের স্বার্থ রক্ষা করার জন্য। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক নামকরা ট্রেড ইউনিয়ন আছে, তাদের ভূমিকা খুব আশাপূরণ করছেনা। এর জন্য BSNL, Coal India, Postal,  Airport, রাজ্যের ভূমি ও ভূমি রাজ্যস, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, বিডিও অফিসের কর্মীদের উপর যে শোষণ চলছে তারা শ্রম আইন অনুযায়ী মিনিমাম ওয়েজ টুকুও পায়না।  সে কারণে BJMTU ইউনিয়নের উপর তাদের ভরসা বেড়ে চলেছে। আমাদের  সংগঠন তাদের পাশে থাকবে  এমনই প্রতিশ্রুতি দিলাম।  আজ আমরা এই শ্রমিকদের পাশে আছি, আগামী দিনেও শ্রমিকের স্বার্থে লড়াই চালিয়ে যাব।  বৈদ্য বাবু বলেন আমাদের ইউনিয়ন কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করি।                                        -সত্যজিৎ চক্রবর্তী, Hello Kolkata

 To feature your opinions, news release or creative composition, email - hellokolkata1@gmail.com Ph & Whtsp- 9339228087

Share:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti

Hello Evening Kolkata

Hello Evening Kolkata

Recent Posts

Search This Blog