'কলকাতা নিউজ' এর ব্যবস্থাপনায় দুঃস্থ বাচ্চাদেরকে শুকনো খাদ্য সামগ্রী দান


স্বাধীনতা দিবস উপলক্ষে গত 15ই আগস্ট কলকাতা নিউজ এর ব্যবস্থাপনায় বাদুর মহেশ্বরপুর পাল পাড়া গ্রামে কিছু দুঃস্থ প্রতিবন্ধী পরিবার ও কিছু দুঃস্থ বাচ্চাদেরকে শুকনো খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়। কলকাতা গড়িয়া সোনারপুর অঞ্চলের বাসিন্দা বেদো মিত্রা নাগ দমদমের কৌস্তভ সাহা, তার সহধর্মিনী তন্মি সাহা, ও বিশিষ্ট সংগীত শিল্পী অন্বেষা ব্যানার্জীও কলকাতা নিউজএর  যৌথ উদ্যোগে সেদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
  এছাড়া সেদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংশীবাদক প্রদীপ কুমার দাশ ও কলকাতা র প্রাক্তন জিএম অমিতাভ দে প্রমূখ।
  সেদিনের অনুষ্ঠানে কিছু দুস্থ পরিবার ও কিছু দুঃস্থবাচ্চাদের হাতে যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল সেগুলো হলো তেল আটা ডাল নুন  সয়াবিন মশার ধূপ চাউমিন ডিম  বিস্কুট হ্যান্ড ওয়াস সেনিট্রাইজার কেক বিস্কুট মাক্স ম্যাগি মুড়ির প্যাকেট চিড়ার প্যাকেট আলু পিয়াজ চিনি কোলগেট সাবান হরলিক্স এর প্যাকেট পাপোরের প্যাকেট ইত্যাদি।
  কলকাতা নিউজ শুধু সংবাদই করে না।  ইতিমধ্যে তারা ২৫টি দুস্থ পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। তাদের এই অদ্ভুত পূর্ব দান চারিদিক থেকে বিপুল সাড়া পাচ্ছে।সেদিন বাদুর মহেশ্বরপুর পাল পাড়া গ্রামে তাদের এই দান এলাকাবাসীর মধ্যে যথেষ্ট সাড়া ফেলে দেয়।
  এছাড়াও সেদিন বিশিষ্ট  অতিথিদের কলকাতা নিউজ এর পক্ষ থেকে তাদেরকেউত্তরীয় পরিয়ে হাতে মাক্স সেনিটাইজার ফেঁস শিল্ড দিয়ে সংবর্ধনা জানানো হয়।

To feature your opinions, news release or creative composition, email - hellokolkata1@gmail.com Ph & Whtsp- 9339228087
Share:

1 comment:

  1. Very nice. This really a good work for this severe situation. To stay update with latest news from all over the world in bengali please visit Keykhabor

    ReplyDelete

Blog Archive

Vote Geeti

Vote Geeti

Hello Evening Kolkata

Hello Evening Kolkata

Recent Posts

Search This Blog