'সোশ্যাল সার্ভিস এন্ড অ্যাওয়ারনেস সোসাইটি'-র সহযোগিতা

সোশ্যাল সার্ভিস এন্ড অ্যাওয়ারনেস  সোসাইটির -স্যাস তরফ থেকে গত মার্চ মাস থেকে এখনো পর্যন্ত সমগ্র বাংলায় বিভিন্ন জায়গায় আমরা প্রায় 3000 মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, এরমধ্যে উল্লেখযোগ্য হলো সুন্দরবনের বিভিন্ন  জায়গা (সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ক্যানিং ইত্যাদি) সেখানকার মানুষদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সাহায্য পৌঁছে দিয়েছি, তৈরি করা খাদ্যদ্রব্য ছাড়াও শুকনো খাদ্যদ্রব্য বাচ্চাদের দুধের প্যাকেট, জামা প্যান্ট ছাড়াও যে সকল জিনিস  ত্রিপল, মশারি, রিচার্জেবল টর্চ, সোলার টর্চ, মোমবাতি, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি ।
    আজ এই 15 ই আগস্ট আমরা দুস্ত ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা  ,প্রায় 100 জনের উপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের এবং সমাজে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্নভাবে মানুষকে সাহায্য করে আসছেন তাদেরকে সম্বোধনা ।এছাড়াও আমরা এই কঠিন পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের কোন পথে চলবে বা কোন পথে গেলে তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে সে ব্যাপারেও কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করে যাব, আমাদের মূল উদ্দেশ্য এই ছাত্র ছাত্রীরা যাতে সুস্থ ও সুন্দরভাবে সমাজে  এগিয়ে যেতে পারে এবং দেশের জন্য এরা তাদের কাজ করে যেতে পারে।
 আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসকরা ছাড়াও আছেন সমাজবিজ্ঞানীরা এবং প্রতিষ্ঠিত ব্যক্তিরা যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং সহযোগিতা করেন এছাড়াও দুস্ত ও অসহায় প্রান্তিক শ্রেণীর মানুষ  তাদেরকে আমরা যথাসাধ্য ভাবে চিকিৎসা ওষুধপত্র  দিয়ে থাকি শুধু তাই নয় আমফানের সময় ও লকডাউন এর সময় আমরা দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ওষুধপত্র খাদ্যদ্রব্য ইত্যাদি পৌঁছে দিয়ে এসেছি.
     আমাদের আগামী দিনেও এই কর্মসূচি পালন করে যাব এবং আমরা সরকারের কাছে এবং যাদের আর্থিকভাবে বা অন্যান্যভাবে সমাজের ক্ষমতা রাখেন তাদের কাছে আবেদন দয়া করে আপনারা এগিয়ে আসুন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন যাতে আমরা সকলের কাছে এই পরিষেবা দিয়ে যেতে পারি আমরা যে কোন দিক থেকে যে কোন রকম সাহায্য নিতে প্রস্তুত আছি বিশেষ করে সরকারের কাছে আমাদের আবেদন আপনারা আমাদের সাহায্য করুন আমাদের সোসাইটি প্রায় 15 বছর হয়ে গেল আমরা এই ভাবেই নিজেদের থেকে সমস্ত রকম খরচ এবং অন্যান্য পরিষেবা দিয়ে আসছি আমরা প্রত্যেকেই নিজের কাজে যুক্ত আছি এবং আমাদের মানসিকভাবে এটা ভালো লাগে বলেই আমরা সমাজ সেবা করে আসছি যদি আমরা  নির্ধারিত ভাবে সরকারি বা বেসরকারি সাহায্য পেয়ে থাকি তবে আমরা ভবিষ্যতে আরো বিভিন্ন কাজে এগিয়ে আসতে পারবো এবং স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী মানুষরূপী দেবতার সেবা করতে পারব ।
নমস্কারান্তে
 দমদম সোশ্যাল সার্ভিস এন্ড সোসাইটির -স্যাস তরফ থেকে
 সুব্রত গুপ্ত
-সম্পাদক

To feature your opinions, news release or creative composition, email - hellokolkata1@gmail.com Ph & Whtsp- 9339228087
Share:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti

Hello Evening Kolkata

Hello Evening Kolkata

Recent Posts

Search This Blog