Hello Kolkata Poet's Corner

জীবন জিজ্ঞাসা
     -Mukti Roy
 
গভীর ঘন অন্ধকার রাত্রি।
চারিধার নিঝুম বড় সুন - সান।
শুধু ডেকে চলেছে -
রাত জাগা এক পাখি।
বুকের মধ‍্যে হৃদপিন্ডটি
বারে বারে জানান দিয়ে চলেছে -
ধুক্ ধুক্ ধুক্ ধুক্ - সে আছে।
আর সেই আছের মাঝে  -
কেবলি এক জীবন জিজ্ঞাসা-
হে পরমাত্মা -
সত‍্যিই কি তুমি আছ?
না কি বাসা বেঁধেছ
অন‍্য কোন হৃদপিন্ডে?
সমস্ত শরীর জুড়ে -
জালিকার মত ছড়িয়ে রয়েছে -
যে শিরা - উপশিরা।
তার মধ‍্যে বয়ে চলেছে
টকটকে লাল তাজা রক্ত।
সেই রক্তের মাঝে -
স্বেত কনিকা লোহিত কনিকা
আর অনুচকক্রিকারা-
ঘন অন্ধকারে মোড়ান
গভীর নিঝুম রাতের শরীরে -
খুঁজে চলেছে -
কেবল একটিই জীবন জিজ্ঞাসা।
        হে পরমাত্মা -
সত‍্যিই কি তুমি আছ?
ঘন জমাট রাতের গভীরে -
বারে বারে কেবল
ঐ একটাই জীবন জিজ্ঞাসা -
ধ্বনির মাঝে প্রতিধ্বনিত্ব হয়ে চলেছে -
         হে পরমাত্মা -
সত‍্যিই কি তুমি আছ?

To feature your opinions, news release or creative composition, email - hellokolkata1@gmail.com Ph & Whtsp- 9339228087
Share:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti

Hello Evening Kolkata

Hello Evening Kolkata

Recent Posts

Search This Blog