রক্তদান জীবনদান। রক্তদান মহৎদান।
করোনা সঙ্কটকালে জীবন-মৃত্যুর সংগ্রাম মানবসভ্যতার সামনে। এহেন দুর্দিনে শহর জুড়ে মাথাচাড়া দিয়েছে রক্তের সংকট। এই দুর্দশা থেকে বাঁচাতে এগিয়ে এল ৫৮ নম্বর ওয়ার্ড তৃণমূল জয়হিন্দ বাহিনী। যুবনেতা রাজেশ সিং-এর উদ্যোগে আয়োজিত হল এক বিরাট ভ্রাম্যমান রক্তদান শিবিরের।
বাতানুকুল মোবাইল ভ্যানে রক্ত দিলেন বহু মানুষ। প্রদীপ প্রজ্বলন করে এদিনের এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক স্বর্ণকমল সাহা। উপস্থিত ছিলেন কৃষ্ণপ্রতাপ সিং, পুর প্রশাসক মন্ডলীর সদস্য সন্দীপন সাহা, যুবনেতা শক্তিপ্রতাপ সিং, সায়নদেব চট্টোপাধ্যায়, সুব্রত মন্ডল, আসগর হোসেন সহ আরও বিশিষ্টজনেরা।
এদিনের মন্চ থেকেই
রাজেশ
সিংকে নয়া সাংগঠনিক দায়িত্বভার অর্পণ করল তৃণমূল নেতৃত্ব। একইসঙ্গে এই করোনা সঙ্কটকালে তাদের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিশিষ্টজনেরা। মানুষের স্বত:স্ফূর্ত সাড়ায় খুশি
রাজেশ
সিং, বিউটি সিং রাও।
To feature your opinions, news release or creative composition, email - hellokolkata1@gmail.com. Ph & Whtsp- 9339228087
No comments:
Post a Comment