নোবেলজয়ী অভিজিৎ বন্দোপাধ্যায় ও বিশ্বের ধনী ক্রিকেটে বোর্ড (BCCI) এর সভাপতি পদে সৌরভ গাঙ্গুলির অর্ন্তভুক্তি, দেশ ও দেশের বাহিরে বাঙালি জাতির জয় জয়কারের পর, আরেক বাঙালি যুবক অয়নজিত সেন নিঃশব্দে বিপ্লব ঘটিয়ে চলেছেন।
দীর্ঘ ২২ বছর ডিজিটাল ও টেলিভিশনে আর্ন্তজাতিক স্তরে BBC(London) CNN(Hong Kong) ও জাতীয় স্তরে India Today,Times Now ইত্যাদিতে সাফল্যের সংগে কাজ করার পর, শেষবার ABP গ্রুপের "এবেলা" ডিজিটাল এডিটর হিসেবে কাজ করেন।এরপরই বলিউডে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করে "La Pelicula Motion Pictures" নামে প্রোডাকশন হাউস তৈরি করেন। বলিউডে পা দিয়েই বাজিমাত করে ফেলেছেন। তাঁর প্রযোজিত স্বল্প দৈর্ঘ্যর ছবি "দায়রা" জিতে নিয়েছে প্রচুর পুরস্কার, তার মধ্যে উল্লেখযোগ্য হলো 'দাদা সাহেব ফালকে আইকন ' পুরস্কার।
তাঁর আসন্ন প্রযোজিত ছবি BlueLies দর্শকদের সামনে আসতে চলেছে,যার পরিচালনা করেছেন আরেক বাঙালি তথা ভারতের কনিষ্ঠতম পরিচালক রণদীপ সরকার।
এছাড়াও ডিজিটালের উপর সারা ভারত জুড়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে উপদেষ্টার ভুমিকাও পালন করে থাকেন।
বর্তমানে তিনি বাংলাকে " ডিজিটাল বাংলায়" পরিনত করার জন্য বদ্ধপরিকর, সেজন্য বাংলাকে নিয়ে জোরকদমে চালিয়ে যাচ্ছেন অনুসন্ধান। মুলত বাংলার বিভিন্ন শিল্প ও দর্শনীয় স্থান ডিজিটালের মাধ্যমে কর্মসংস্থানের বৃদ্ধির উপর জোর দিতে চাইছেন, এই ডিজিটাল গুরু অয়নজিত সেন ।
No comments:
Post a Comment