"মালা বদল"

ভালোবাসার নতুন অধ্যায় শুরু!  হ্যাঁ, ঠিক শুনেছেন। পরিচালক দ্বীপাঞ্জন রায়ের নতুন ছবি এবারে "মালা বদল"। জীবন পথের এক অনন্য গল্পের মোড়ক দিতে চলেছেন পরিচালক এই গল্পে।   Add Production এর ব্যানারে ছবিটি মুক্তি পাবে। আর সম্প্রতি হয়ে গেল কলকাতা শহরের লর্ডসের মোড়ে সাঁই বাবার মন্দিরে এই ছবির শুভ মহরত। উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা।
  দুটি মনের নানান গল্পের বহিপ্রকাশ এই গল্পে ফুটে উঠবে। তার মানেই কি পরিচালক বৈবাহিক জীবনের কোনো গল্পের সূচনা করতে চলেছেন? নাকি এই গল্পে লুকিয়ে আছে প্রতিটি মোড়ে অন্য গল্পের সন্ধান? 
   ছবির পরিচালক দ্বীপাঞ্জন রায় বলেন ছবিতে একটি গান আছে। গানটি ও ছবির কিছু শ্যুটিং কলকাতার বাইরে শ্যুটিং করা হবে। 
    
  
  ছবিতে অভিনয় করেছেন অর্ক রায়, রূপলেখা মৈত্র, সুরজিৎ মাইতি ও আরো অনেকে। ছবির সহযোগী মুখ্য পরিচালনায় সুদীপ্ত ভট্টাচার্য। অন্যান্য সহযোগী পরিচালনায় অনীক দে, রোহিণী রায় চৌধুরী। ছবিতে সংগীত পরিচালনা করেছেন শুভঙ্কর চ্যাটার্জি। ছবিতে ব্যবহৃত গানগুলোতে কণ্ঠ দিয়েছেন প্রীতম দাস ও সীমরন সরকার। সিনেমাটোগ্রাফির দায়িত্বে কাজ করেছেন রোহিত সরকার ও রৌনক রায়। আর্ট পরিচালনায় সৈকত দাস। ছবিটির ক্রিয়েটিভ ডিজাইনার হিসাবে কাজ করছেন আত্রেয়ী রায়। পিআর ও ক্রিয়েটিভ এসএসডি ভেঞ্চার।
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti