সম্পন্ন হল লায়েন্স ক্লাবের ২৫তম লায়েন্স সেলিব্রেশন


অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং অনাথ শিশুদের নিয়ে রবিবার  কলকাতায় অবস্থিত বিজয়গড় শিক্ষানিকেতন ফর গার্লস স্কুলে লায়েন্স ক্লাব অফ ক্যালকাটার পক্ষ থেকে আয়োজিত হল ২৫তম 'লায়ন্স সেলিব্রেশন' । যেখানে শিশুদের জন্য ছিল ভরপুর বিনোদনের আয়োজন। এই আনন্দানুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ক্যালকাটার চেয়ারম্যান শ্রী দিলীপ ঝাঝেরিয়া, ডিস্ট্রিক্ট গভর্নর(৩২২বি১)লায়ন পবন পরশুরামপুরিয়া, লায়ন্স ক্লাব অফ ক্যালকাটার প্রেসিডেন্ট সঞ্জয় সুরেখা, সঙ্গীতা সিনহা, মিত কর, মুসারাত রহমান, জুম্বা ফিটনেস ট্রেনার নম্রতা শা সহ ক্লাব সদস্যবৃন্দ।
এদিন লায়ন্স ক্লাব অফ ক্যালকাটার চেয়ারম্যান শ্রী দিলীপ ঝাঝেরিয়া অনুষ্ঠান সম্পর্কে জানান, "এটা আমাদের ২৫তম লায়ন্স সেলিব্রেশন। আমার প্রতি মাসে করে আসছি। আগামীদিনে  আমরা  আই চেকআপ ক্যাম্পের ব্যবস্থা করতে চলেছি।" 
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti