সোদপুর পানিহাটি উদায়ন পল্লীতে ৭-ই মার্চ অনুষ্ঠিত হয়ে গেল শিবম ডান্স সেন্টার সোদপুরের নবম তম বসন্ত উৎসব।
যার মূল কর্নধার ছিলেন নৃত্য পরিচালক সৌমেন সাহা.। এবং সহযোগিতায় ছিল ছাত্র সংঘ গণপতি উৎসব কমিটি।।
নৃত্য, সঙ্গীত আবৃত্তি ও বেশ কিছু প্রান্তিক শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু দের নৃত্যানুষ্ঠান এর মধ্য দিয়ে পালিত হল এই দিনটি ।। উপস্থিত ছিলেন টলিউড এর বিশিষ্ট তারকারা এবং প্রশাসনিক কর্মকর্তা গন।। সবমিলয়ে জনজোয়ার এর মাধ্যমে দোল পূর্ণিমার আগে এই বসন্ত উৎসব টি পালিত হলো।












No comments:
Post a Comment