কুমুদ সাহিত্য মেলা

সম্প্রতি পূর্ব বর্ধমানের কোগ্রামে পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের বসত ভিটেতে কবির ১৩৮তম জন্মদিন পালন করে কুমুদ সাহিত্য মেলা কমিটি।এদিন নাচ গান স্বরচিত কবিতা পাঠের সাথে বেশ কিছু গুণীজনদের সংবর্ধনা জানানো হয়।মনন সংগঠনের তরফে উক্ত মঞ্চে কবি সাংবাদিক ও চিত্রপরিচালক রাজকুমার দাসের হাতে স্মারক মানপত্র ও উত্তরীয় দিয়ে সন্মাননা জানানো হয়।সন্মান জানান সাহিত্যিক ষষ্ঠিপদ চট্টোপাধ্যায়,কাজী নজরুল ইসলামের নাতনী সোনালী কাজী ও সংগঠনের সম্পাদক মোল্লা জসীমউদ্দীন (টিপু).। রাজকুমার দাস" পল্লীকবি কুমুদরঞ্জন"-শীর্ষক এক তথ্যচিত্র নির্মাণ করেছেন ২০০৯ সালে,যা দেশ বিদেশের বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি সমাদৃত হয়। 



Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti