এক অভিনব রক্তদান শিবির সংঘটিত হলো বেলঘড়িয়া রথতলায় l এই রক্তদান শিবির চলবে রিলে সিস্টেমে একদিন পর একদিন করে দশ দিন ধরে করণা ভাইরাসে যখন দেশ রাজ্য বিশ্ব যখন আক্রান্ত সেই সময় আমাদের রাজ্যের কলকাতার মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক গুলো রক্তশূন্য হয়ে বসতে চলেছে এবং সেন্ট্রাল ব্লাড ব্যাংকের রক্ত শূন্য জায়গায় পৌঁছতে চলে গেছে সেই মুহূর্তে মানুষের পাশে থাকতে বেলঘড়িয়া রথতলা, বিটি রোডের উপরে পরিষেবা এবং এই সংস্থার মুখ্য সংগঠক সোমনাথ রায় চৌধুরীর উদ্যোগে ,তার ভাবনা থেকেই এই মহতী রক্তদান শিবির l এই রক্তদান শিবির প্রতিদিন সকাল 11 টার সময় রথতলা মোড় এর পরিষেবা অফিস ঘরেই ,এই রক্তদান শিবির সংগঠিত কোন মঞ্চ করা হয়নি , হয়নি কোন প্যান্ডেল, নেই কোন মাইকের ব্যবস্থা আরম্ভর তার কোন চিহ্ন নেই এই রক্তদান শিবির 28 শে মার্চ থেকে চলবে 15 এপ্রিল পর্যন্ত একদিন পর একদিন এই রক্তদান শিবির সংঘটিত হবে সদস্যরা তারা নিজেরাই রক্ত দেবে প্রতিদিন 30 জন করে রক্তদান করা হবে lনেই কোন উপহার এর ব্যবস্থা l এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসছেন সাগর দত্ত মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা l
লকডাউন চলাকালীন এক দিন অন্তর রক্তদান শিবিরের বিশেষ আয়োজনে, সমস্ত সরকারি প্রশাসনিক দিক মেনে পরিষেবার প্রধান সোমনাথ রায় চৌধুরী ওরফে বাবুদা জানালেন ক্যান্সার, থ্যালাসেমিয়া আক্রান্ত এবং জরুরী পরিষেবা সুস্থতার ল(ক্ষ্য আমাদের এই উদ্যোগ l
এই পরিস্থিতিতে বেলঘড়িয়া , কামারহাটি, দক্ষিণেশ্বরে প্রচুর দিনমজুর অসহায় মানুষ প্রতিদিন চাল, ডাল, আলু, তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পরিষেবা পক্ষ থেকে প্রদান করা হচ্ছে। পথচলতি মানুষকে স্যানিটাইজার থেকে শুরু করে অসুস্থ রোগীর সেবায় পরিষেবার এই মহৎ উদ্যোগ। প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, সাংসদ সৌগত রায়, এবং স্থানীয় পুরপ্রধান গোপাল সাহা কে পাশে পেয়েছি বলে জানালেন পরিষেবার প্রধান উদ্যোক্তা সোমনাথ রায়চৌধুরী।
No comments:
Post a Comment