সাংবাদিক সভা


ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী মেমোড়য়াল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কোলকাতা প্রেস ক্লাবে ১১ মে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা সমাজসেবী গৌরাঙ্গ মন্ডল। তিনি বলেন, দরিদ্র মানুষের কথা ভেবে বনঁগাতে তিনি ১০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল গড়তে চলেছেন। এব্যাপারে তনি সবার সাহায্য ও সহযোগীতার কথা বলেন। উপস্থিত ছিলেন সেচ ও জলপথ দপ্তরের ভিজিল্যান্স আধিকারিক অলক দত্ত, হ্যালো কোলকাতার অধিকর্তা আশিষ বসাক সহ অনেকে। এই অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ইউনাইটেড ব্যুরো অফ্‌ হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল সংস্থার রাজ্য সম্পাদক মৃগাঙ্ক অর্ঘ্য হরি, জাতীয় সভাপতি রাজ সিং। এছারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধেশ্যাম গুপ্তা, অভিনেত্রী জয়শ্রী খাড়া, ববি মন্ডল প্রমুখ। অতিথিদের স্মারক উত্তরীয় দিয়ে সংবর্ধিত করেন গৌরাঙ্গ মন্ডল।

Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti