উন্মত্ত এ বাতাস


উন্মত্ততা মানুষের চোখে মুখে, 

ঘোর কুঞ্ঝটিকা তার শরীর জুড়ে। 
নিকষ কালো আঁধার চোখে
গ্রাস করে তা উগ্র প্রলয়ে।



হিংসার রক্তে স্নান সেরে
বিজয়োল্লাসে পথে পথে ওরা। 
রক্তের সম্পর্ক তছনছ করে
সম্পদ বারুদের গন্ধে ভরা। 



লোভ আকাঙ্খার মোহ  পাশে
নিজেকে নিঃশেষিত করা। 
বন্ধুত্ব   প্রতিবেশীর সংঙ্গা পাল্টে
মুখোশের আড়ালে প্রতিযোগী ওরা। 



ভাঙনে ভাঙনে ভালোবাসা ভাঙে
স্বার্থে ভাঙে পরিবার ওরা। 
প্রতিযোগিতায় সম্পর্ক ভাঙে, 
তামাশায় দেশ ভাঙা সারা।
অন্ধ ক্রোধের তিক্ততায়, 
শক্তি অবক্ষয়ে পোড়ে। 
ধ্বংসের নগ্নতার উন্মত্ততায়,  
উন্মত্ততা শিরা উপশিরা জূড়ে। 



ভাঙে রে তোরা 'ভাঙন ' প্রাচীর, 
ভাঙে রে তোদের অন্ধ দ্বেষ। 

আনরে বুকে নতুন জোয়ার, 
গড় রে ওরে  --"  নতুন দেশ।"
  
                                                                                            -লক্ষ্মী    বিশ্বাস    ভৌমিক
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti