আন্তঃ দেশীয় পর্যটনের খরচ এবং তার বিভিন্ন দিক নিয়ে সমীক্ষা

কেন্দ্রীয়  পরিসংখ্যান  কর্মসূচি রূপায়ণ মন্ত্রক পশ্চিমবঙ্গের অর্থনৈতিক এবং  সামাজিক  রূপায়ণ দফতরের সঙ্গে  যৌথ উদ্যোগে আন্তঃ দেশীয় পর্যটনের খরচ  এবং  তার বিভিন্ন  দিক নিয়ে  ৭৮ তম সামাজিক অর্থনৈতিক সমীক্ষার কাজ শুরু করতে  চলেছে। আগামী  বছর  জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে কাজ। এই সমীক্ষার কাজ যারা চালাবেন  তাদের জন্য আজ থেকে   তিন দিনের  প্রশিক্ষণ শিবিরে আয়োজন করা হয়েছে।
এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কেন্দ্রীয়  পরিসংখ্যান  কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের পশ্চিমবঙ্গের শাখার  ফিল্ড অপারেশন  বিভাগের উপ অধিকর্তা শ্রী  চন্দন  ভদ্র।এই সমীক্ষার মূল উদ্দেশ্য হলো পর্যটনের খরচবাড়ি ভাড়ার খরচবেড়ানোর খরচ  সহ বিভিন্ন বিষয়ে তথ্য  সংগ্রহ করা। আগামী  2  ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির।
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti