শ্রী জগন্নাথ দৈত্যাপতি ভক্তদের টানে এখন কলকাতায়


ভক্তদের ভালোবাসার টানে পুরীর মহাপ্রভু জগন্নাথদেব এখন কলকাতায় তাদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। মহাপ্রভু জগন্নাথ দেবের নবকলেবর প্রতিষ্ঠাতা ও প্রধান একনিষ্ঠ সেবায়েত শ্রী জগন্নাথ দৈত্যাপতি এখন দক্ষিণ কলকাতায় এক ভক্তের বাড়িতে উঠেছেন মাত্র কয়েকদিনের জন্য। বিভিন্ন ভক্তদের বাড়িতে এক এক দিন করে মহাপ্রভু জগন্নাথ দেবের মহোৎসব চলছে এবং সেখানে শ্রী জগন্নাথ দৈত্যাপতি ভক্তদের মাঝখানে উপস্থিত থাকছেন। প্রচুর মানুষ আসছেন তার কাছ থেকে আশীর্বাদ নিতে।
কয়েকজন ভক্তদের বাড়ির উৎসবের কিছু মুহূর্ত গুরুজীর সাথে।





Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti