বাবান ঘোষের বিরুদ্ধে তোপ দাগলেন BJMTU সাধারণ সম্পাদক বৈদ্য দে


২৭সে জুলাই, সোমবার ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন দক্ষিণ কলকাতা বিজেপি শ্রমিক নেতা বোধ নারায়ণ যাদব বলেন, বৈদ্য দে এবং সাধন তালুকদার পরিচালিত BJMTU পরিচালিত সেটা ভুয়ো  ট্রেড ইউনিয়ন। বাবান ঘোষ পটিচালিত BJMTU প্রকৃত ইউনিয়ন।
   এটাকে কেন্দ্র করে ইউনিয়ন অফিসে এক সাংবাদিক সম্মেলনে বাবান ঘোষের বিরুদ্ধে তোপ দাগলেন BJMTU সাধারণ সম্পাদক বৈদ্য দে। সঙ্গে ছিলেন সভাপতি সাধন তালুকদার, উত্তম মুখার্জী ও রাজদীপ দাস।
  বৈদ্য বাবু জানান, বাবান ঘোষ একজন সুযোগ সন্ধানী ব্যক্তি, তিনি দিলীপ ঘোষের প্যাডে নিজের সিলমোহর ও সই করে এই   ইউনিয়নের সভাপতি দাবি করেছে।
  মিঃ বৈদ্য বলেন আমাদের সংগঠন সঠিক।  তিনি প্রেসের কাছে সমস্ত নথিপত্র তুলে ধরেন। আমরা রাজ্যস্তর থেকে কেন্দ্রের অমিত সহকে জানিয়েছি, যদি তারা কোনো ব্যবস্থা না করে তার ফল ভালো হবেনা। এই ঘটনা দিলীপ ঘোষকেও জানানো হয়েছে। আমাদের BJMTU রেজিস্টার সংস্থা, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, হ্যাঁ এটা ঠিক আমরা বিজেপি দলকে সমর্থন করি। একটা ট্রেড উনিয়ন করতে হলে কি কি কাগজ পত্র দরকার প্রেসকে দেখান হয়।
                                                    -সত্যজিৎ চক্রবর্তী, Hello Kolkata Network
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti