New Appointment for Human Rights Organization


মোল্লা জসিমউদ্দিন, Hello Kolkata : অল ইন্ডিয়া হিউম্যান রাইটস  একটি সর্বভারতীয়  স্বেচ্ছাসেবী সংস্থা। সারা ভারত জুড়ে সাধারণ মানুষের জন্য বছরভর সেবামূলক কাজ করে। মানুষের অধিকারের জন্য প্রাণপাত করে লড়াই করে এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে আন্দোলনে সামিল হয়। এই সংস্থার চেয়ারম্যান বুম্বা মুখার্জী র  কঠোর অনুশাসনে মানুষের জন্য সেবামূলক কাজের কোনো বিরাম নেই। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর শাখা সারা দেশেই প্রায় আছে। কলকাতায় এই সংস্থার অফিস আছে। এখন থেকে কলকাতা জেলা অফিসের মিডিয়া সেলের সম্পাদক হিসেবে বিশিষ্ট সাংবাদিক গোপাল দেবনাথ কে নির্বাচিত করা হয়েছে। এখন থেকে মিডিয়া সংক্রান্ত যাবতীয় বিষয় গোপাল বাবু দেখবেন।  নিয়োগ প্রসঙ্গে বুম্বা মুখার্জী জানালেন গোপাল দেবনাথ গত ৪০বছর ধরে দৈনিক সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকায় কাজ করেছেন এবং করছেন। ওনার নিজেরও একটি নিউজ পোর্টাল আছে। আশা রাখি আমাদের সংস্থায় ওনার  যোগদানে ও সুচিন্তিত পরামর্শে মিডিয়াসেল উপকৃত হবে।
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti