১৯৯৩ সালের ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযানের। দাবি ছিল ভোটার কার্ড ছাড়া নির্বাচন নয়। যুব কংগ্রেস কর্মীরা কলকাতার পাঁচটি অঞ্চলে জমায়েত হন। তাঁরা সকলে ব্রেবোর্ণ রোড ধরে এগোতে শুরু করেন মহাকরণের উদ্দেশ্যে। এই শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশের তরফে শুরু হয় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোঁড়া। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও রেয়াৎ করেনি পুলিশ। কার্জন পার্কের কাছে দৌঁড়াতে শুরু করেন যুব কর্মীরা। এবার পুলিশ গুলি চালানো শুরু করে। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন কর্মীরা। প্রাণ হারান ১৩ জন সমর্থক ও আহত হন শতাধিক কর্মী। সেই থেকে এই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সভা আয়োজিত হয়ে আসছে ধর্মতলায়।
এই দিনটি তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্ব সহ স্বয়ং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড়ো আবেগের দিন।।
কিন্তু এবার করোনার মতো অতিমহামারির কারণে আমাদের নেত্রী ভার্চুয়াল জনসভার আয়োজন করেছেন।
একুশে জুলাই সকাল নয়টায় কয়েকটি বুথের পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে মোসারফ মোল্যার নেতৃত্বে স্বরূপনগরের তরনিপুর বাজারে শহীদ স্বরনে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তলোন করা হয়। -Hello Kolkata Network
No comments:
Post a Comment