Social Welfare Activities by 'Manab Bandhan Mancha' at Swarupnagar


6ই জুলাই উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানায় বৃক্ষ রোপন ও ভারপ্রাপ্ত ওসি সন্মানীয় তুষার কান্তি বিশ্বাস সাহেব কে নোভেল করোনা ভাইরাস থেকে স্বরূপনগর বাসীকে রক্ষা করিবার জন‍্য ধারাবাহিক ভাবে সচেতনতা বার্তা ও গরিব অসহায় মানুষের মধ্যেও খাদ‍্য সামগ্রী বিতরণ করেন তারই কারনে মানব বন্ধন মঞ্চের চেয়ারম্যান শেখ সাবির আহমেদ সাহেবের নির্দেশে মানব বন্ধন মঞ্চের পক্ষ থেকে  তুষার কান্তি বিশ্বাসকে সন্মানিত করা হলো.

    মানব বন্ধন মঞ্চের পশ্চিমবঙ্গ রাজ‍্য কনভেনর মোসারফ মোল‍্যা সাহেব বলেন মানব বন্ধন মঞ্চের চেয়ারম্যান শেখ সাবির আহমেদ সাহেবের নির্দেশে আমরা নোভেল করোনা ভাইরাসের আতঙ্ক থাকা সত্ত্বেও বিভিন্ন প্রান্তে কখনও খাদ‍্য সামগ্রী বিতরণ কখনও অর্থ দিয়ে কখনও বৃক্ষ রোপন সহ বিভিন্ন ভাবে আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আগামী দিনেও আমরা গরিব অসহায় মানুষের জন‍্য কাজ করে যাবো, মানব বন্ধন মঞ্চের সকল সংগঠক কে ধন্যবাদ জানাই, আমাদের চেয়ারম্যান শেখ সাবির আহমেদ সাহেবের নির্দেশে আমরা জুলাই মাসের শেষে আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত  সুন্দরবন সংলগ্ন এলাকার 40 টি পরিবার কে বাসঘর মেরামতের জন‍্য পরিবার পিছু 5000 টাকা করে দিয়ে সহযোগিতা করবো পাশাপাশি আমরা আগামী দিনে চেয়ারম্যান শেখ সাবির আহমেদ সাহেবের নির্দেশে অনেক অনেক বড় বড় কর্মসূচি পালন করবো।
  6ই জুলাই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ‍্য কনভেনর মোসারফ মোল‍্যা, রাজ‍্য মিডিয়া সেলের উপদেষ্টা সৈয়দ জাহাঙ্গীর হাবিব, মজনু সরদার, বাপী শেখ, অজেৎ পাড়, সফিকুল ইসলাম, গিয়াসউদ্দিন গাজী সহ আরও অনেকেই।

Share:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti

Hello Evening Kolkata

Hello Evening Kolkata

Recent Posts

Search This Blog