লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা-র এক অন্য নববর্ষ - 'লেটস সেলিব্রেট নববর্ষ'

 লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা -র নববর্ষ মানে একটু অন্যরকমের ছোঁয়া।  রবিবার কলকাতার বানতলায় নবোদয় এডুকেশনাল সেন্টারে লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা -র সঙ্গে ছিল প্রায় ১২০জন দুস্থ এবং পথশিশু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সুকন্যা দত্ত, লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা-র প্রাক্তন প্রেসিডেন্ট তথা চেয়ারম্যান শ্রী দিলীপ ঝাঝেরিয়া, বর্তমান প্রেসিডেন্ট শ্রী আনন্দ তিওয়ারি, গ্রুমার এবং কোচ শ্রীমতি দীপালি আহেলানী, শ্রীমতি অঞ্জু ঝাঝেরিয়া সহ  প্রমুখ।   
    এদিন  শিশুদের জন্য ছিল  ভরপুর বিনোদনের ব্যবস্থা। ছিল কুইজ প্রতিযোগিতা, অল উইমেন ব্যান্ড 'সোল অফ টিউন্স' -এর    মিউজিক্যাল পারফরমেন্স, শিশুদের জন্য লাইভ কাউন্টারে হট চাইনিজ লাঞ্চ। এছাড়াও অন্যান্য শিল্পীদের বিনোদনমূলক অনুষ্ঠান এবং শিশুদের সঙ্গীত এবং নৃত্যের পরিবেশন। নাচ, গানের পাশাপাশি শিশুদের জন্য ছিল বিভিন্ন ধরণের উপহার সামগ্রী।            -মহুয়া চক্রবর্তী, Hello Kolkata Network 
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti