দ্য হিন্দুস্তান হোটেলে অল ফেইথ ফোরাম ও দ্যা গ্লোবাল একাডেমীর পক্ষ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সিদ মুসলিম ও শিখ ধর্মের গুরুদের সমন্বয়ে প্রেস কনফারেন্স এ ধর্মগুরুরা আসন্ন ভারতের সাধারণ নির্বাচনে শান্তি শৃঙ্খলা ও ধর্মীয় ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার আহ্বান জানান।
বৌদ্ধ ধর্মগুরু ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু মহাশয় বলেন নির্বাচনের প্রচারের সময় ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করা মোটেই সমীচীন নয়।
মোহাম্মদ এতেসামুল হক সাহেব জানান একটি ভোট একজন প্রতিনিধি নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ। তাই সকলে রমজান মাসে সকাল সকাল ভোট দিয়ে পছন্দমতো এমপি নির্বাচন করুন।
অল ফেইথ ফোরামের সভাপতি বিশপ রাজু সকলকে বাংলা থেকেই প্রধানমন্ত্রী করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। আরো উপস্থিত ছিলেন ডক্টর সুরেশ আগারওয়াল (Chairman of The Global Academy), বলজিত সিং গাড়োয়াল ও
No comments:
Post a Comment