"Shree" Expo at Haldia

ফেসবুক গ্রুপ "SHREE"  এর উদ্যোগে আগামী কুড়ি থেকে বাইশে এপ্রিল পর্যন্ত চলবে এই এক্সিবিশন কাম সেল।এই বিশেষ প্রদর্শনীটি হবে হলদিয়া হাজরা মোড় এর "পালকি"তে । অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সোমরত্না মণ্ডল জানালেন এই  প্রদর্শনীতে থাকবে পোশাক, হাতে তৈরি গয়না, যাবতীয় সাজ সরঞ্জাম, নানা ধরনের খাবার এবং প্রতিদিন  থাকবে গান, নাচ এবং ড্রইং কম্পিটিশন। শেষ দিন থাকবে মেহেন্দি কম্পিটিশন। 
 গত বছর মার্চ মাসে তৈরি হয় এই গ্রুপটা। যা মেয়েদের স্বাবলম্বী হতে সাহায্য করেছে। আজ গ্রুপে ৬০০০ জন মেম্বার নিয়ে এগিয়ে এসেছে। এভাবে সকলকে পাশে নিয়ে এগিয়ে যেতে চাইবেন তিনি।
"SHREE" এর প্রথম এক্সিবিশনে সোমরত্নার পাশে আছে শম্পা মন্ডল, সঞ্জনা দাস, রুপাই সাঁতরা দাস এবং বৃষ্টি পাল।
এক্সিবিশন সম্পর্কে জানতে 7586803100 তে কল করুন।
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti