গীতিকা কলেজ অফ ডান্স এন্ড মিউজিক আয়োজিত "রবীন্দ্র নজরুল সন্ধ্যা"

               গত ৭ই জুলাই বিড়লা একাডেমী তে অনুষ্ঠিত হল গীতিকা কলেজ অফ ডান্স এন্ড মিউজিক আয়োজিত  "রবীন্দ্র নজরুল সন্ধ্যা"। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট তবলা বাদক শ্রী বিশ্বরঞ্জন নন্দী ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতি অর্পিতা নন্দী 
                এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন  শ্রীমতি সুস্মিতা গোস্বামী, শ্রীমতি চন্দ্রাবলী রুদ্র দত্ত, শ্রী প্রদীপ দত্ত, শ্রীমতি রীণা মুখোপাধ্যায় এবং ড: তানিয়া দাস। তাঁদের উপস্থিতি ও সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রা প্রদান করে। এ ছাড়াও অসাধারণ সঙ্গীত পরিবেশন করেন গীতিকার কর্ণধার, ছাত্রছাত্রী এবং সদস্যবৃন্দরা। এঁদের মধ্যে ছিলেন শ্রীমতি অর্পিতা নন্দী, শ্যামল ভট্টাচার্য, স্বপ্না সেনগুপ্ত, শিপ্রা আশ, সঙ্গীতা ঠাকুর, স্মৃতি ভট্টাচার্য , সারিকা  সর্দার , সাহানা পারভিন, অমৃতা দাস ও অভ্রনীল গুহ । অসাধারণ কবিতা আবৃত্তি করেন ঝর্ণা দত্ত এবং শতানিক ভট্টাচার্য । বিভিন্ন উদ্ভাবনী নৃত্য সন্ধ্যাটিকে একটি মনোজ্ঞ রূপ দিয়েছিল ।নৃত্য পরিবেশনায় ছিল দীপ্তাংশু - গার্গী পারফর্মিং ট্রুপ, রামপুরহাট গান্ধর্বী সোসাইটি (পরিচালনা- কাবেরী সিং) নাশিন  ফারজানা (শিশু শিল্পী)।
              সম্মেলক সঙ্গীতের পরিবেশনাও ছিলো অত্যন্ত সুন্দর ।এদের মধ্যে ছিলো গীতিকা (যোধপুর পার্ক) - পরিচালনায় শ্রীমতি চন্দ্রাবলী রুদ্র দত্ত, সুরঞ্জনী (পরিচালনায়- শ্রীমতি রীণা মুখোপাধ্যায়), আনন্ত্য শিল্পী গোষ্ঠী (পরিচালনায়- ড: তানিয়া দাস) এবং গান্ধর্বী (রামপুরহাট) - পরিচালনায় চৈতী মজুমদার ।
        এই সবকিছুর সাথে ছিল অসাধারণ যন্ত্রানুষঙ্গ। তবলায় গীতিকার কর্ণধার শ্রী বিশ্বরঞ্জন নন্দী, কি বোর্ড এ শ্রী সৌমেন্দ্রনাথ দত্ত এবং পারকাশন এ শ্রী অমিতরঞ্জন রায় । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতি মৌ গুহ। শব্দ প্রক্ষেপণে ছিলেন হাসি পাঞ্চাল । প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ । সব মিলিয়ে সমগ্র অনুষ্ঠানটি ছিল  অত্যন্ত মনমুগ্ধকর ।
Share:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti

Hello Evening Kolkata

Hello Evening Kolkata

Recent Posts

Search This Blog