গত ৭ই জুলাই বিড়লা একাডেমী তে অনুষ্ঠিত হল গীতিকা কলেজ অফ ডান্স এন্ড মিউজিক আয়োজিত "রবীন্দ্র নজরুল সন্ধ্যা"। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট তবলা বাদক শ্রী বিশ্বরঞ্জন নন্দী ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতি অর্পিতা নন্দী ।
এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি সুস্মিতা গোস্বামী, শ্রীমতি চন্দ্রাবলী রুদ্র দত্ত, শ্রী প্রদীপ দত্ত, শ্রীমতি রীণা মুখোপাধ্যায় এবং ড: তানিয়া দাস। তাঁদের উপস্থিতি ও সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রা প্রদান করে। এ ছাড়াও অসাধারণ সঙ্গীত পরিবেশন করেন গীতিকার কর্ণধার, ছাত্রছাত্রী এবং সদস্যবৃন্দরা। এঁদের মধ্যে ছিলেন শ্রীমতি অর্পিতা নন্দী, শ্যামল ভট্টাচার্য, স্বপ্না সেনগুপ্ত, শিপ্রা আশ, সঙ্গীতা ঠাকুর, স্মৃতি ভট্টাচার্য , সারিকা সর্দার , সাহানা পারভিন, অমৃতা দাস ও অভ্রনীল গুহ । অসাধারণ কবিতা আবৃত্তি করেন ঝর্ণা দত্ত এবং শতানিক ভট্টাচার্য । বিভিন্ন উদ্ভাবনী নৃত্য সন্ধ্যাটিকে একটি মনোজ্ঞ রূপ দিয়েছিল ।নৃত্য পরিবেশনায় ছিল দীপ্তাংশু - গার্গী পারফর্মিং ট্রুপ, রামপুরহাট গান্ধর্বী সোসাইটি (পরিচালনা- কাবেরী সিং) নাশিন ফারজানা (শিশু শিল্পী)।
সম্মেলক সঙ্গীতের পরিবেশনাও ছিলো অত্যন্ত সুন্দর ।এদের মধ্যে ছিলো গীতিকা (যোধপুর পার্ক) - পরিচালনায় শ্রীমতি চন্দ্রাবলী রুদ্র দত্ত, সুরঞ্জনী (পরিচালনায়- শ্রীমতি রীণা মুখোপাধ্যায়), আনন্ত্য শিল্পী গোষ্ঠী (পরিচালনায়- ড: তানিয়া দাস) এবং গান্ধর্বী (রামপুরহাট) - পরিচালনায় চৈতী মজুমদার ।
এই সবকিছুর সাথে ছিল অসাধারণ যন্ত্রানুষঙ্গ। তবলায় গীতিকার কর্ণধার শ্রী বিশ্বরঞ্জন নন্দী, কি বোর্ড এ শ্রী সৌমেন্দ্রনাথ দত্ত এবং পারকাশন এ শ্রী অমিতরঞ্জন রায় । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতি মৌ গুহ। শব্দ প্রক্ষেপণে ছিলেন হাসি পাঞ্চাল । প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ । সব মিলিয়ে সমগ্র অনুষ্ঠানটি ছিল অত্যন্ত মনমুগ্ধকর ।
No comments:
Post a Comment