খেলা-R-খেলা -- ২২ পেরিয়ে ২৩ বছরে পা

২২ পেরিয়ে ২৩ বছরে পা দিয়েছে খেলা-R-খেলা। বছরটিকে স্মরণীয় করে রাখার জন্য আয়োজন করা হয়েছিল এক মিলন সন্ধ্যার। অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন MIC দেবাশিস কুমার। সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানে Special Guests দের বিশেষ সম্মান জানানো হয়, informed Swati and Tamal Mukherjee, Directors of  'খেলা-R-খেলা'.
  এছাড়াও সাই ডিরেক্টর মনপ্রীত গুন্ডী, মানস ভট্টাচার্য, সম্বরন ব্যানার্জী, বিশ্বরূপ দে, গুরবক্স সিং, গোপীনাথ ঘোষ, আইনজীবী গীতানাথ গাঙ্গুলী, Rudra Sen (Owner, Daffodil Incorporate), singer Jhumki Sen সহ উপস্থিত সম্মানীয় ব্যক্তিদেরও বিশেষ সম্মান জানানো হয়।



Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti