অবগুন্ঠন মোচন
মাতৃত্বের কোমল স্পর্শে বেড়ে ওঠা দুটি প্রান,
ভিন্ন লিঙ্গ হয়েও ঈশ্বর প্রদত্ত দুটি দান,
একই সাথে বেড়ে ওঠা দুটি শরীর,
জ্ঞানসগরে পারি দেওয়া নতুন তরী ||
বাস্তবিকই কি জ্ঞান পরিপূর্নতা ঘটে প্রকৃতিতে?
তবে কেন একটি শরীর হয় ছিন্নভিন্ন রক্তমাংস লোলুপতাতে?
হায়নার মতো বিকৃত হাসি হেসে,
মাংসপিন্ডের লোভে ধেয়ে এসে,
যবে ছিন্নভিন্ন হয় নিষ্পাপ নারী শরীর
বিচারের স্থিমিত গতি , পাপিষ্ঠের পাপ রোধে অক্ষম,
চুড়ান্ত বিচার পূর্বেই আবারও অবগুন্ঠন মোচন হয় অপর নারীর ৷
শুনেছি যোগ্যতমের উদ্ বর্তনে সবল জেতে,
তবে কি এই নিয়মাবলেই পাপীরা শেখে,
যে নারীশরীরে একদিন অংশ ছিল তারা
সেই নারীশরীরকে কালিমায় ভরিয়ে দিতে?
স্তব্ধ করো , বন্ধ করো এই বর্বরতার ক্রূড় হাসি,
যে হাসি বড়ই নির্মম নিষ্ঠুর, নারী হৃদয়ের,
তীব্র আর্তনাদ পশি ৷৷
-Durba Ghosh, Konnagar
No comments:
Post a Comment