বসন্ত উৎসব

উত্তর কলকাতা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে পশ্চিমবঙ্গ রাবীন্দ্রিক স্কুল অফ ফাইন আর্টস এর পরিচালনায় আয়োজিত হল বসন্ত উৎসব। 
   সংগঠনের শীর্ষকর্তা বাবু মান্নার নেতৃত্বে আয়োজিত বসন্ত উৎসবে ছিল এক গম্ভীর বার্তা। দেশজুড়ে সন্ত্রাস সৃষ্টিকারী নাগরিকত্ব আইনের বিরোধীতার সুর বাঁধা ছিল উৎসব প্রাঙ্গন জুড়ে।
    ‘নো এনআরসি, নো সিএএ, নো এনপিআর। বসন্তের রঙে হোক প্রতিজ্ঞা, কাগজ আমরা দেখাবো না।’ 
বসে আঁকো, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা, চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সেইসঙ্গে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একটি বিশেষ পদযাত্রা সংগঠিত হয়। 
  এছাড়াও রবীন্দ্রনাথের তাসের দেশ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেন উদ্যোক্তারা। বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন, বিধায়ক মালা সাহা, তরুণ সাহা, কৃষ্ণপ্রতাপ সিং, পুষ্পালি সিনহা, সীতা জয়সোয়ারা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। রঙের উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা প্রদানের এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই।


Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti