একটি সামাজিক আবেদন

হতভাগ্য একটি পিতৃহারা ছেলে বান্টি মজুমদার। যার মা কোনরকমে নিজের সংসার প্রতিপালন করেন অতীব দারিদ্রের  মধ্যে দিয়ে। ছেলেটিও সাইকেল করে বাড়ি বাড়ি নিউজ পেপার বিলি করতো। আজ সে চলৎশক্তিহীন। তার চিকিৎসার জন্য বেশ কিছু অর্থের প্রয়োজন। সেই প্রয়োজনের কিছু অংশ বহন করার সংকল্পে ড্যাফোডিল ইনকর্পোরেট, যোডিয়াক মিউজিক এবং দীপ ভিডিও সারাদিন ব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নাচ গান কবিতা ও শ্রুতি নাটকের ভান্ডার নিয়ে।
*সম্মানিত অতিথি বৃন্দ  : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গিটারিস্ট পন্ডিত স্বপন সেন, ড্যাফোডিল ইনকর্পোরেট-এর কর্ণধার শ্রী রুদ্র সেন এবং বিখ্যাত যন্ত্রশিল্পী শ্রী সুজিত সেন।*
*প্রত্যেক শিল্পী / দলের জন্য 10 - 15 মিনিট সময়সীমা বরাদ্দ করা হয়েছে।*
*অনুষ্ঠান করার জন্য কোন শিল্পী কে কোন অনুদান প্রদান করতে হবে না ... শুধু যদি কেউ ইচ্ছুক হন তার নিজের ইচ্ছে মত সাহায্য করতে পারেন এই দুঃস্থ ছেলেটির চিকিৎসার সাহায্যার্থে।*
*শিল্পীদের সহযোগিতার জন্য মঞ্চে 06 জন যন্ত্রশিল্পী বন্ধু থাকবেন।*
*আবৃত্তি ও শ্রুতি নাটকের আবহ সৃষ্টি করবেন : শ্রী শুভ্র সেনগুপ্ত।*
*সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন : আবির সেনগুপ্ত, আশিস দাসগুপ্ত , জয়শ্রী দে সরকার, নন্দিনী লাহা, সুমিতা চক্রবর্তী এবং সোমা রয়।*
*প্রতি শিল্পীর প্রত্যেকটি অনুষ্ঠান ইউটিউবে সম্প্রচার করা হবে।*
*আমাদের মিডিয়া পার্টনারস  : KRK প্রোডাকশন & বিনোদন ডট কম (টেলিভিশন সম্প্রচার) এবং হ্যালো কলকাতা (নিউজপেপার কভারেজ)।*
*নাম ও অনুষ্ঠান নথিভুক্ত করার শেষ দিন : 15 জানুয়ারি, 2020*
*অনুষ্ঠানের তারিখঃ  আগামী 28 জানুয়ারি, 2020 - সরস্বতী পূজার পুণ্য লগ্নে*
*স্থান‍ঃ  অর্জুন স্মৃতি সংঘ, গরিফা, নৈহাটি।*
*কোন স্বেচ্ছাসেবী সংস্থা চাইলে আমাদের সাহায্য করতে আসতে পারেন I*
*যোগাযোগ @ 7044937823 / 7003687634*
🙏 *ধন্যবাদ - আপনার উজ্জ্বল উপস্থিতি কামনা করি* 🙏
Share:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti

Hello Evening Kolkata

Hello Evening Kolkata

Recent Posts

Search This Blog