টাইটান আই প্লাস এর নতুন চমক


টাইটান আই প্লাস লালবাজার তাদের গ্রাহকদের সাথে যোগাযোগ স্থাপন এর এক সুন্দর পন্থা বেছে নিয়েছে গ্রাহকদের জন্মদিন, এনিভার্সারী পালন এর মাধ্যমে। 
টাইটান আই প্লাস এ যখন কোনো কাস্টমার চশমা বা সানগ্লাস কেনে তখন তাদের নাম, ঠিকানা, জন্মদিন, বিবাহিত হলে এনিভার্সারী সব কিছুই সঠিক তথ্য কম্পিউটার লিপিবদ্ধ করে রাখে। এবং সময় মতো ফোন করে মনে করিয়ে দেয় ও দোকানে আসার জন্য আমন্ত্রণ জানাই।


    সেলিব্রিটি ফটোগ্রাফার ও সাংবাদিক রাজীব মুখার্জী কিছুদিন আগে টাইটান আই প্লাস থেকে একটা চশমা কেনেন। তার দেওয়া তথ্য অনুযায়ী রাজীব এর জন্মদিন এর আগের দিন তাকে ফোন করে টাইটান এর স্টোর এ আসার জন্য আমন্ত্রণ করেন কিছুক্ষন সময় কাটানোর জন্য জন্মদিন দিনের দিন বিকেল 4টের সময় আসতে বলেন। 


রাজীব যথা সময় গিয়ে পৌছানোর পর দেখেন তার জন্য একটা বড়কেক নিয়ে এসেছেন। জন্মদিন দিনএ এইরকম আতিথেয়তা পেয়ে খুব খুশি সাংবাদিক রাজীব।
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti