শুক্লা বিশ্বাস নিজের পেনশনের পুরো টাকাটা দিয়ে দিলেন ত্রাণের কাজে

ত্রাণ পৌছায়নি আদিবাসী গ্রাম তাঁতিগাছিতে। অনাহারে রয়েছেন তারা। তাই রাউতাড়ী গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শুক্লা বিশ্বাস তার পেনশনের টাকায় চাল, ডাল, চিনি, লবন ও আলু দিলেন পিছিয়ে পড়া সমাজের মানুষের মধ্যে।
তিনি বলেন আগামী মাসের পেনশনের টাকায় চাল ডাল দেওয়া হবে আদিবাসী সমাজের জন্য। একশো মানুষের মধ্যে ত্রাণ তুলে দিলেন শুক্লা বিশ্বাস।
- সত্যজিৎ চক্রবর্তী, Hello Kolkata

Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti