প্রতিবন্ধীদের জন্য 'দেশপ্রিয় নগর উদ্যোগ - উদ্যোগী'

"অন্ধজনে দেহ আলো" ...সেই অন্ধদের বা দৃষ্টিহীন প্রতিবন্ধীদের আলো দেখাতেই উত্তর ২৪ পরগনার "দেশপ্রিয় নগর উদ্যোগ - উদ্যোগীর" প্রচেষ্টায় দৃষ্টিহীন প্রতিবন্ধী সহ শারীরিক বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের যথার্থ পরিমাণে খাদ্য সামগ্রী প্রদান করা হলো।
 বেলঘড়িয়া, বরানগর সোদপুর ও পানিহাটি সহ মোট ৭০ জনকে সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দিয়ে  সংস্থা সম্পাদক মনোজ দাস জানান বিগত দিনে মানুষের প্রয়োজনে আমরা বিভিন্নভাবে সহায়তা করলেও করোনা বিপর্যস্ত দিনে এই অনাড়ম্বর আয়োজন। আগামী দিনে ও চলবে। স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় ও সকল সদস্য সদস্যদের সহযোগিতা না পেলে এই সেবা আমরা দিতে পারতাম না বলে তিনি জানান।


Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti