লক ডাউনে অসহায় এর পাশে সাইকো মান্না

লক ডাউনে দুঃস্থ অসহায় মানুষের সাহায্যের জন্য কসবা বোস পুকুর সংলগ্ন ৬৭নং ওয়ার্ডের বাসিন্দা সাইকো মান্না এগিয়ে আসে। নিজের ব্যাক্তিগত উদ্যোগে তার নিজের অঞ্চলের ২০০জন দুঃস্থ দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়া তিনি করোনা মোকাবিলায় লক ডাউনে গৃহ বন্দি জনসাধারণ কে সচেতন করতে রং তুলি দিয়ে আকার মাধ্যমে তার অঞ্চলের রাস্তায় রাস্তায় সোশ্যাল ম্যাসাজ দিয়ে প্রচার করেন ।
তিনি জানালেন করোনার এই কোপে ঔষধ থেকে শুরু করে হসপিটাল পযন্ত নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছেন।
তিনি সবশেষে জানালেন এই লক ডাউনে সবাই যখন কোনো রকম ঝুঁকি না নিয়ে নিজেকে গৃহ বন্দি করে রেখেছে, তারই পরিপেক্ষিতে পুলিশ, হসপিটালের ডাক্তার, নার্স, ও স্বাস্থ্য কর্মীরা যে ভাবে জন সাধারন কে সাহায্য করে চলেছেন  আমার তরফ থেকে তাদের কে ধন্য বাদ জানাই। 


Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti