করোনা মহামারির এই দুঃসময়ে দুঃস্থদের পাশে বাকসা সায়েন্স অর্গানাইজেশান

করোনা মহামারির এই সময়ে দাড়িয়ে বাকসা সায়েন্স অর্গানাইজেশান বাকসা, মাধবপুর, খোঁড়াগড়ী ও মনিরামপুর গ্রামের যেসব মানুষ অনেকটা সমস্যায় আছে, তাদের পাশে দাড়াতে অঙ্গীকারবদ্ধ হয়েছে। সেই লক্ষ্যেই আমরা কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী মানুষের বাড়িতে পৌছে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছি। আজকেও আমরা কিছু মানুষের কাছে সেগুলি পৌছে দিলাম।
আজ ঠিক এভাবেই ভ্যান নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌছে গিয়েছিলাম আমরা, যাতে কোনভাবেই ভিড় নাহয়! আর তার পাশাপাশি মানুষগুলির খোঁজখবরও নেওয়া গেল।
আমাদের এই উদ্যোগে আপনিও যদি সাথে থাকেন তাহলে আমরা আরেকটু বেশি সংখ্যক মানুষের কাছে পৌছে যেতে পারবো। যদি আর্থিকভাবে সাহায্য করতে চান সেক্ষেত্রে নীচের ব্যাঙ্ক একাউন্টে বা “ফোন পে” বা “গুগল পে” এর মাধ্যমেদিতে পারেন। আপনার যেকোন অ্যামাউন্টের সাহায্যে মানুষের কাছে পৌছাবে। আর পাঠানোর পর মেসেজ বা কমেন্টে এওকটু জানিয়ে দিলে আরোও ভালো হয়। 
গুগল পে/ফোন পে - 8670585746, ব্যাঙ্ক একাউন্ট নাম্বার - 91501042549648, IFSC Code - UTIB0000501, একাউন্ট হোল্ডারের নাম - Santu Dari.
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti