চন্ডিতলা লকডাউন পরিস্হিতি ক্ষতিয়ে দেখেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু। এ বিষয় মিস্টার বসু বলেন এই অবস্থায় গ্রামের বাসিন্দারা যাতে বাড়িতে বসে খাদ্যসামগ্রী ও দরকারি ওষুধ পায় সেটা নিশ্চিত করতে এলাকায় গিয়েছিলাম। জেলা পরিষদের আদিকারিক সুবীর মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। তিনি বলেন সাধারন মানুষের চিন্তার কোনো কারণ নেই সেদিকেও আমরা লক্ষ রাখছি।
অপরদিকে জোর কদমে এলাকা সাফাইয়ের কাজ চলছে। ঘিঞ্জি এলাকা ও রেল লাইনের ধারে যারা বসবাস করে সেখানে সাফাই কর্মীরা স্প্রে করে চলেছ।
No comments:
Post a Comment