পরিযায়ী শ্রমিক -র অনাহারে মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা

BJMTU সাধারণ সম্পাদক মিঃ বৈদ্য পরিযায়ী শ্রমিক মহেশ সিং -র অনাহারে মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করেছেন।
পঁচিশে এপ্রিল দূর্গাপুরের সুমঙ্গল ইস্পাত কারখানার এক পরিযায়ী শ্রমিক মহেশ সিংহের অনাহারে এবং বিনা চিকিৎসায় মৃত্যু ঘটেছে। কারখানার মালিক কোনো সাহায্য করেনি। না বেতন দিয়েছে, না চিকিৎসার ব্যবস্থা করেছে। BJMTU এই ঘটনার তীব্র নিন্দা করেছে। এর প্রতিবাদে ইং ২৯ শে এপ্রিল দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিজের বাড়িতেই প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করার জন্য BJMTU এর ২৩টি কেন্দ্রের ৮০০ সদস্য অনলাইনের মাধ্যমে ঘরে বসে প্রতিবাদে সামিল হয়। এর সঙ্গে যুক্ত হয় আরও কয়েকটি দাবি যেমন :- ১) পরিযায়ী শ্রমিক মহেশ সিংহের সমস্ত বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে এবং তার পরিবারের একজন সদস্য কে চাকরি দিতে হবে।  ২) পরিযায়ী শ্রমিক সহ প্রত্যেক শ্রমিককে লকডাউন চলাকালীন পূর্ণ বেতন দিতে হবে এবং ছাঁটাই করা যাবে না।    ৩) পরিযায়ী শ্রমিক সহ সকল শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতা ভুক্ত করতে হবে।
    মিঃ বৈদ্য বলেন, লকডাউনের জন্য নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার কিন্তু তা পালন করেনি। যেমন ভেঙে পড়েছে রেশন ব্যবস্থা অপর দিকে শ্রমিকদের ন্যায্য পাওনাগন্ডা।
-সত্যজিৎ চক্রবর্তী, Hello Kolkata
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti