করোনায় বিপদে পড়া মানুষের পাশে বিরাটি হিন্দু মিলন মন্দির

লকডাউনের কঠিন পরিস্থিতির মধ্যে গরিব মানুষের মুখে অন্ন পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করছে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য রান্না চলছে। সেই খাবার পৌঁছে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত বিরাটি হিন্দু মিলন মন্দিরের স্বেচ্ছাসেবকরাও এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিরাটি হিন্দু মিলন মন্দির এর অন্যতম সঞ্চালক শুভাশিস বাগচীর উদ্যোগে শনিবার দুঃস্থ ,দরিদ্র মানুষদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় চাল-ডাল, আলু, বিস্কুট সহ অন্যান্য সামগ্রী। পাশাপাশি সপ্তাহে একদিন করে রান্না করা খাবার দরিদ্র মানুষদের মধ্যে দেওয়া হচ্ছে বলে জানান শুভাশিসবাবু। তিনি বলেন, মানুষ এখন ঘোর বিপদের মধ্যে পড়েছেন। তাদের পাশে থাকাটাই আমাদের কর্তব্য।



Share:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti

Hello Evening Kolkata

Hello Evening Kolkata

Recent Posts

Search This Blog