নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর জন্মদিন উপলক্ষে মহাসমারহে কুমুদ সাহিত্য মেলা পালিত হল। অনুষ্ঠানের শুরু হয় কবি র ছবিতে মালা দিয়ে সম্মান জানান মেলা কমিটির তরফ থেকে মোল্লা জসিম উদ্দিন। কবির বাড়ীতেই অনুষ্ঠানের মঞ্চ তৈরী করা হয়।
এদিন মঞ্চে ২৬ জন গুনি মানুষদের সংবর্ধিত করা হয়। সেইসাথে চারুচন্দ্র আর্ট সেন্টার এর পরিচালনায় পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর কবিতার উপর চিত্র আঁকালেন চিত্র শিল্পী দীপঙ্কর সমাদ্দার ও বিকাশ প্রধান। যামিনী রায় রত্ন এ সন্মানিত হলেন দীপঙ্কর সমাদ্দার।
কুমুদরঞ্জন মল্লিক এর উপর আঁকা ছবিটি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত পান্ডব গোয়েন্দা খ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এর হাতে তুলে দেওয়া হয় এবং তারপর ছবিটি কুমুদরঞ্জন মল্লিক এর বাড়ীতে তার সংগ্রহশালাতে তুলে দেন সাংবাদিক ও কুমুদ সাহিত্য মেলার সম্পাদক মোল্লা জসিমউদ্দিন।
সারাদিন ধরে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রখ্যাত বাচিক শিল্পী সোমা আইচ, স্মৃতিকণাভাদুরী, প্রদীপ ভট্টাচার্য অসাধারন সমবেত আবৃত্তি পাঠ করেন এবং তা প্রসংশিত হয়। উপস্থিত ছিলেন পান্ডব গোয়েন্দা খ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, বাচিক শিল্পী সোনালী কাজী প্রমুখ। প্রাবন্ধিক স্নেহাশিস চক্রবর্তী, প্রকাশক নিগমানন্দ মন্ডল, কাঁথাশিল্পী মনিরুল হক, সাহিত্যিক ফারুক আহমেদ, শিক্ষাব্রতী শফিকুল ইসলাম প্রমুখ গুনী মানুষদের কে সন্মানিত করা হয়।
রাজ্য পরিবহন দপ্তর থেকে সেফ ড্রাইভ এর উপর মানুষ কে সচেতন করা হয় বেশ কয়েক খানি গান গেয়ে। লোকসংগীত শিল্পী রফিকুল ইসলাম খান সেফ ড্রাইভ নিয়ে গান পরিবেশন করেন।
এদিন মনন সাহিত্য সংগঠনের তরফে ১৫০ জন দুস্থদের বস্ত্রবিলি ও অন্নভোগ করানো হয়।
সমাজসেবী সংগঠন সুসম্পর্ক এর তরফে ১০০ জন দুস্থ পড়ুয়াদের শিক্ষাসামগ্রী বিলি করেন অরবিন্দ সিংহ তিনি জানালেন সারা বছর পথ শিশুদের উন্নতি ও সুখ স্বাছন্দ নিয়ে কাজ করেন।
ডক্টর আর এন ঘোষ মেমোরিয়াল সোসাইটির তরফে ২ জন কৃতিদের আর্থিক সাহায্য করা হয়।
এদিন পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর উপর স্মরণিকা প্রকাশ করা হয়।
No comments:
Post a Comment