৪ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মিত্রের উদ্যোগে গণবিবাহের আয়োজন -- হিন্দু-মুসলিম দম্পতির বিয়ে

দেশজোড়া এনআরসি বিতর্কের মাঝেই অনন্য সম্প্রীতির ছবি শহর কলকাতায়। একই ছাদের নীচে হিন্দু-মুসলিম দম্পতির বিয়ে দিয়ে নজির গড়লেন উদ্যোক্তারা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায়, ৭৪ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মিত্রের উদ্যোগে দক্ষিণ কলকাতার প্রথম গণবিবাহের আয়োজন। আলিপুর গোপালনগরে ১১ কন্যার গনবিবাহ।
     
 
এবার দ্বিতীয় বর্ষ। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। ছিলেন সাংসদ মালা রায়, বিধায়ক পরেশ পাল, প্রাক্তন মন্ত্রী মদন মিত্র সহ সমাজের বিভিন্ন স্তরের একাধিক গুনীজনেরা। 
   
 
হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের সমস্ত রীতিনিতি মেনেই এদিন সম্পন্ন হয় গণবিবাহ। বিবাহের পাশাপাশি ছিল বিশাল ভুরিভোজের আয়োজন। এছাড়াও উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন নবদম্পতিদের হাতে তুলে দেওয়া হয় খাট, আলমারি, ড্রেসিংটেবিল, হীরের নাকছাবি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ১১ জন্য অসহায় কন্যাদায়গ্রস্ত পিতার পাশে এসে দাঁড়ানোর উদ্যোগকে সাধুবাদ জানান মেয়র ফিরহাদ হাকিম সহ উপস্থিত গুণীজনেরা। 


Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti