বরানগর এর মধ্যবিত্ত ঘরের চা বিক্রেতার ছেলে সুমন কর, ছোট থেকে কষ্ট করে মানুষ. কষ্টটা বুঝেছে ছোট থেকে আজ সে ইঞ্জিনিয়ার তাই সে তার রোজগারের পুরো টাকাটাই গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দেয়. কখনো অসহায় বাচ্চাদের ছাতা, বই খাতা ব্যাগ প্রদান করে, কখনো অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দেয় আবার কখনো রাস্তার অবলা পশুদের নিজে হাতে খাওয়ায়. শীতের হাত থেকে কষ্ট পেতে দেখলে কাউকে কম্বল প্রদান করা কাউকে আবার বৃষ্টি থেকে বাঁচাতে ছাতা প্রদান করা
এইভাবে সুমন কর তার কর্মকান্ড চালিয়ে যাচ্ছে দীর্ঘ ৬ বছর ধরে. সে নিজে এই সামাজিক কাজের জন্য সব বন্ধুরা মিলে তৈরী করেছে "হাসিখুশি ক্লাব" তার নিজের কলেজের ভাই বোন ও তার বিভাগের দুজন শিক্ষিকাকে নিয়ে "প্রগতি" তারা সবাই এই সামাজিক মূলক কাজে সবসময় এগিয়ে আসে !!
No comments:
Post a Comment