"দ্য গ্ল্যাম ডিভা"-র দ্বিতীয় সেশন 'অদ্রিজা আমি আমার মতো'


"দ্য গ্ল্যাম ডিভা"-র দ্বিতীয় সেশন 'অদ্রিজা আমি আমার মতো' হয়ে গেল কলকাতার শোভাবাজার 'অঞ্জলী বাটী'তে  শুক্রবার দুপুরে স্বনামধন্যা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়-এর উপস্থিতিতে।  হাজির ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর সুজয় বিশ্বাস এবং ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা হালদার।
কর্ণধার স্বপ্নদীপ সরকারের 'টলিউড ওয়াক ইভেন্টস অ্যান্ড গ্রুভি ফক্স গ্রুপ'-এর ব্যবস্থাপনায় ভারত, বাংলাদেশের ফ্যাশন জগতের প্রথিতযশা মডেলদের নিয়ে এক রাম্প শোয়ের আয়োজন করা হয়। লেক ক্লাবে আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত ফ্যাশন শোয়ের থেকে অর্জিত অর্থের থেকে গত বছরের মতো এবারও ক্যান্সার আক্রান্ত শিশুদের এরা সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন স্বপ্নদীপবাবু। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন-গার্ল ইন্দ্রানী মুখার্জি, ২০১৯ সালের মিসেস বেঙ্গল বিউটি ফেস তনুশ্রী মুখার্জি, অনিন্দিতা জিসি, অর্পিতা দেবনাথ, সালোনী লক্ষ্মী, শিল্পী, অপরাজিতা, সুস্মিতা, ত্রিপুরা থেকে ফ্যাশন ক্যুইন অপর্ণা, রাখী প্রমুখ। 



Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti