নেতাজি সুভাষ চন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের 'রক্ত দান জীবন দান'


'রক্ত দান জীবন দান'.এই উদ্যোগ নিয়ে 2রা ফেব্রুয়ারী দমদম ক্যান্টোমেন্ট সংলগ্ন  এলাকায় নেতাজি  সুভাষ চন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে আয়জিত হলো রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা  অনুষ্ঠান ।  উদ্যোগতারা হলেন- সুভাষ পাল,জয়ন্ত সাহা,বাসুদেব দাস,দীপাক দাস,রাজু দে,শ্যামল  দাশ, বাপি মিত্র.সম্ভুনাথ সাহা,শিবনাথ সাহা (সভাপতি ) প্রমুখ।
নেতাজি সুভাষ চন্দ্র বসু সেবা সংস্থান  সুপ্রসিদ্ধ সমাজ সেবা সংস্থান । সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত্ ছিলেন তন্ময় ভট্টাচার্য (বিধায়ক), সোনিয়া দে, অরূপ ধর, সোমা ভট্টাচার্য, সুকন্যা রায়, রতন সোম, অভিনেতা সুপ্রিয় দত্ত ও আর গন্য মান্য ব্যক্তি বর্গ।
উল্লিখিত যে একজন ক্যান্সারের রোগী সুভমিতা সাহা নিজের সঞ্চিত অর্থ দিয়ে এই সংস্থাকে একটি স্ট্রেচার এবং হুইল চেয়ার দান করেন। জানালেন সম্পাদক সুভাষ পাল।
হ্যালো কোলকাতার Editor-Director আশিস বসাক এই মহৎ কাজের জন্য এই সংস্থাকে শংসাপত্র প্রদান করেন ।











Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti